
প্রকাশিত: Wed, Dec 27, 2023 8:33 PM আপডেট: Fri, Jul 11, 2025 8:59 PM
[১]অভিনয় আর নয়, রাজনীতিই করবো : মাহি
মঈন উদ্দিন, রাজশাহী: [২] চিত্রনায়িকা মাহিয়া মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচন করছেন। এরই মধ্যে তিনি আসনে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ।
[৩] গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের এক নারী ভোটারের কাছে মাহি ভোট চাইতে গেলে ওই ভোটার মাহিকে প্রশ্ন করে বলেন, ভোটের পর নেতারা দেশ ছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখবো না। ভোটের আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।
[৪] নারী ওই ভোটারের প্রশ্নের উত্তরে মাহি বলেন, আমার বাসা মন্ডুমালা, আমি এখানেই থাকবো, আমি তো আর সিনেমা করবো না, আমার বাচ্চা হয়ে গিয়েছে। সংসার আছে, আমি এখন আপনাদের নিয়ে থাকবো। রাজনীতি করবো।